এসএসসি পরীক্ষার প্রস্তুতি : জীববিজ্ঞান
অধ্যায় এগারো : জীবের প্রজনন, অধ্যায় বারো : জীবের বংশগতি ও বিবর্তন- সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, মুজিব ডিগ্রি কলেজ, কাদেরনগর, সখীপুর, টাঙ্গাইল
- ২৮ মার্চ ২০২৩, ০০:০৫, আপডেট: ২৭ মার্চ ২০২৩, ১৯:৫৯
সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের জীববিজ্ঞান বিষয়ের ‘অধ্যায় এগারো : জীবের প্রজনন’ থেকে আরো ৩টি এবং ‘অধ্যায় বারো : জীবের বংশগতি ও বিবর্তন’ থেকে ৩টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
অধ্যায় এগারো : জীবের প্রজনন
১৪. একটি আদর্শ ফুলের-
i. ৫টি অংশ থাকে
ii. ২টি অংশ অতীব গুরুত্বপূর্ণ
iii. ২টি অংশ সরাসরি প্রজননে অংশ নেয়
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii, iii
গ) i, ii ও iii ঘ) i ও iii
১৫. বৃতির কাজ হলো-
i. ফুলকে আকর্ষণীয় করা
ii. পরাগায়নে সাহায্য করা
iii. পোকার আক্রমণ থেকে ফুলকে রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৬. স্বপরাগায়ন ঘটে-
র. একই ফলে
ii. একই গাছের ভিন্ন দু’টি ফুলে
iii. ভিন্ন ভিন্ন গাছের দু’টি ফুলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) i, ii ও iii
গ) i ও ii ঘ) i
উত্তর: ১৪. গ, ১৫.গ, ১৬.গ।
অধ্যায় বারো : জীবের বংশগতি ও বিবর্তন
১. কোনটি জীববিজ্ঞানের বিশেষ শাখা?
ক) Breeding
খ) Medical Science
গ) Genetics
ঘ) Agriculture
২. ক্রোমোজোম প্রস্থে সাধারণত-
ক) ০.২-৩.০ মাইক্রন
খ) ০.৫-২.০ মাইক্রন
গ) ০.২-২.০ মাইক্রন
ঘ) ০.১-২.০ মাইক্রন
৩. এডিনিন ও গুয়ানিনকে কী বলা হয়?
ক) সাইটোসিন
খ) পিউরিন
গ) থাইমিন
ঘ) পাইরিমিডিন
উত্তর: ১.গ, ২.গ, ৩.খ।